শাহরাস্তি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে।

১৭ মার্চ শুক্রবার বাদ মাগরিব উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন শ্লোগান বাস্তবায়নে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫, শাহরাস্তি-হাজিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহম্মদ ইরান, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লা আল মামুন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক দর্জি, মাহফুজুল কবির, তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা, কাউন্সিলর শাহাব উদ্দিন, ছকিনা বেগম, যুবমহিলা লীগ নেত্রী রাবেয়া বসরি বকুল। এছাড়া উপজেলা আওয়ামিলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।

প্রতিবেদক: জামাল হোসেন, ১৭ মার্চ ২০২৩

Share