শাহরাস্তি প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি || আপডেট: ০৯:৪৫ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার

 

গত শুক্রবার সকাল ৬ টা ২০ মিনিটে দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহের উপজেলা সংবাদদাতা ও শাহরাস্তি প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজের মাতা ফিরোজা বেগম চৌধুরানী (৯২) হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ৃ রাজিউন)।

ওই দিন বাদ আছর চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হযরত শাহরাস্তি (রাঃ) মাজার সংলগ্ন পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। এলাকার শত শত মুসল্লী মরহুমার নামাজের জানাজায় অংশ গ্রহণ করে তার রুহের মাগফেরাত কামনা করে।

শাহরাস্তি প্রেস ক্লাবের শোক :
দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহের উপজেলা সংবাদদাতা ও শাহরাস্তি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজের মাতা ফিরোজা বেগম চৌধুরানীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

Share