শাহরাস্তি প্রেসক্লাবের বন্যা সহায়তা তহবিলে ৯২ ব্যাচের অনুদান

বন্যার্তদের জন্য গঠিত শাহরাস্তি প্রেসক্লাবের বন্যার্তদের সহায়তা তহবিলে অনুদান দিয়েছে ১৯৯২ সালের এসএসসি পরিক্ষার্থীদের বন্ধু সংগঠন শাহরাস্তি ৯২। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের হাতে এ অনুদানের অর্থ তুলে দেয়া হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য মোঃ আলী আজগর মিয়াজী ও মোঃ বাহার হোসেন বাকের। উপস্থিত ছিলেন, ব্যাচের সদস্য শিবলি সরকার, জসিম উদ্দিন খন্দকার, মোঃ ইকবাল হোসেন, হুমায়ূন কবির হিরু, গাউসুল আলম, হুমায়ূন কবির টিটু, মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, শাহরাস্তি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতির সাথে সাথে শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষ থেকে মনিটরিং সেল গঠন, উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত স্থান সমুহ পরিদর্শন, নিজস্ব ব্যবস্থাপনায় বেসরকারি পর্যায়ে আসা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমুহের ত্রাণ সমন্বয়, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছানো এবং বিভিন্ন গ্রামে গিয়ে শুকনো খাবার, ঔষধ ও নিন্মবিত্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ বিতরণ করেছে।

প্রতিবেদক:মো: জামাল হোসেন, ৫ সেপ্টেম্বর ২০২৪

Share