চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল রোববার শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালি বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের আজীবন সদস্য, এমপি মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম।
এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের সৎ ও বস্তুনিষ্ঠ হতে হবে। মানব কল্যাণে কাজ করতে হবে। আমি নিজেও সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। জেলার সকল সাংবাদিকদের আমি অভিনন্দন জানাই। মনে রাখতে হবে নিউজের ফলোআপ করতে হবে, তাহলে রিপোর্ট থেকে মানুষ উপকৃত হবে। বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশে দুর্বৃত্তদের অত্যাচার অবিচার সম্পর্কে সাংবাদিকদের মাধ্যমে মানুষ জানতে পারার কারণে সামাজিক আন্দোলন গড়ে উঠে। তিনি মানব সম্পদের উন্নয়নে ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। বক্তব্যের শুরুতে তিনি শাহরাস্তি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানান।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাংবাদিক ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরীন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ, পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ.এইচ. এম আহসান উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ খোরশেদ আলম, আব্দুল মান্নান বিএসসি, সুচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির লিটন, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদ হোসেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ মান্নান মোল্লা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, সময় টিভির জেলা স্টাফ রিপোর্টার মোঃ ফারুক আহমেদ, কঢুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার,উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম , চাঁদপুর জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ বাবুল মিজিসহ শিক্ষক, কাউন্সিলর, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক গণমাধ্যমে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাআদ বিন মহিউদ্দিন, দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মাওলানা সলিমুল্লাহ।
শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, মোঃ ফারুক চৌধুরী, সজল পাল, মোঃ কামরুজ্জামান সেন্টু, মোঃ জামাল হোসেন ও মহি উদ্দিনের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও শাহরাস্তি উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক রাফিউ হাসান হামজাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট, ১৬ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur