উপজেলা সংবাদ

শাহরাস্তি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন : সভাপতি রব

মোঃ মাহবুব আলম :

শাহরাস্তিতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শাহরাস্তি উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ২০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬১জন ভোটারের মধ্যে ৫৪৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ৪জন ও সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদন্ধিতায় অংশ নেয়।

তুমুল প্রতিদন্ধিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে মোঃ আঃ রব ১৯০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি মোঃ জয়নাল আবেদীন পেয়েছেন ১২৩ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদাউছ প্রাপ্ত ভোট ৩২৪। সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি মোঃ জাকির হোসেন ভূইয়া পেয়েছেন ১৯৮ ভোট। সিনিয়র যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রুহুল কুদ্দুছ ভূইয়া, প্রাপ্ত ভোট ৪৫৮, যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শেখ মজিবুর রহমান, প্রাপ্ত ভোট ৩২১, মহিলা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাছিমা আক্তার, প্রাপ্ত ভোট ৩২৫, সাংগঠনিক পদে মুহাম্মদ কামাল উদ্দিন, প্রাপ্ত ভোট ৩৭২, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আলাউদ্দিন, প্রাপ্ত ভোট ৩১০, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বেলাল হোসাইন, প্রাপ্ত ভোট ৩৪৭, প্রচার সম্পাদক পদে মোঃ শাখাওয়াতুল ইসলাম, প্রাপ্ত ভোট ২৯৭, ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফারুক আহম্মেদ মজুমদার, প্রাপ্ত ভোট ৩৩৯ ও সমবায় সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান, প্রাপ্ত ভোট ৩০৭। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ অলি উল্যা। নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করেন কেন্দ্রিয় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার। এছাড়া বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি/সম্পাদকগন উপস্থিত ছিলেন।

এদিকে শাহরাস্তি উপজেলার নবগঠিত প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচিত কমিটিকে মুঠো ফোনের মাধ্যমে অভিনন্দন জানান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক মোঃ আবু নঈম দুলাল পাটওয়ারী ও শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।

Share