শাহরাস্তি

শাহরাস্তি পৌর নির্বাচনের তফসিল ঘোষণা, মেয়র ও কাউন্সিলর প্রার্থী ৯০

পঞ্চম ধাপে আগামি ২৮ ফেব্রুয়ারি শাহরাস্তি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৯ জানুয়ারি মঙ্গলবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামি ২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি।

এ সময় সচিব আরও জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ হবে।

এদিকে তফসিল ঘোষণার আগ থেকেই সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদে ৯০ জন প্রার্থী প্রচার প্রচারণার মাধ্যমে নিজেদের প্রার্থীতার জানান দিচ্ছেন।

মেয়র প্রার্থী হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৫ জন ও বিএনপির ২ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। ১২ টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রায় ৯০ জন প্রার্থী সরব রয়েছেন।

ইতোমধ্যে তারা ভোটারদের মাঝে তাদের প্রার্থীতা জানান দিতে ব্যনার ফেস্টুন, স্টীকার লাগানো, নববর্ষের ক্যালেন্ডার বিতরণ, হযরত শাহরাস্তির (রঃ) মাজার জিয়ারত, বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর নিজেদের পরিচিতি তুলে ধরা, মিলাদ-মাহফিলের আয়োজন ও পৌর এলাকায় বিভিন্ন জানাজার নামাজে সক্রিয় অংশগ্রহণ করতে দেখা গেছে। এছাড়া সম্ভাব্য প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পথসভা, উঠান বৈঠকসহ হাট-বাজারে ও বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন।

মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন নেতা কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন শাহরাস্তি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক, বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আবদুল লতিফ, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মুশু পাটোয়ারী, পৌর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ মাহবুব আলম চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন।

বিএনপি’র সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো:মোস্তফা কামাল ও শাহরাস্তি পৌর বিএনপির সাধারন সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মো: ফারুক হোসেন মিয়াজী।

মেয়রদের পাশাপাশি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরাও সরব রয়েছেন মাঠে। বিভিন্ন ওয়ার্ড ঘুরে ৮০ জনের মতো কাউন্সিলর প্রার্থীর খোঁজ পাওয়া গেছে। ওয়ার্ড ভিত্তিক সম্ভাব্য প্রার্থীরা হলেন:

১নং ওয়ার্ডে কাজিরকামতা গ্রামের সাবেক কাউন্সিলর মরহুম নূর মোহাম্মদ মোল্লার পুত্র আওয়ামীলীগ নেতা মোঃ জয়নাল আবেদীন মোল্লা, একই গ্রামের মৃতঃ সুলতান হোসেনের পুত্র মোঃ মিজানুর রহমান পাটোয়ারী ও যুবদল নেতা মৃতঃ নুরু মিয়ার পুত্র মোঃ অহিদুর রহমান।

২নং ওয়ার্ডে বাদিয়া গ্রামের মৃতঃ মজিবুল হকের পুত্র স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান কাউন্সিলর মোঃ বাহার উদ্দিন, সূয়াপাড়া গ্রামের মৃতঃ আবুল বাসারের পুত্র সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মোঃ আজাদ হোসেন, বাদিয়া গ্রামের মৃতঃ চাঁদ মিয়ার পুত্র মোঃ হারেছ মিয়া ও সূয়াপাড়া গ্রামের হাজী আলী আজ্জমের পুত্র যুবদল নেতা জাকির হোসেন নয়ন।

৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মকবুল আহমেদ, কালিয়াপাড়া মোল্লা বাড়ির মৃতঃ আনোয়ার হোসেনের পুত্র বিএনপি নেতা মোল্লা মোঃ মনির হোসেন, সুয়াপাড়া গ্রামের মৃতঃ ফজলে আলীর পুত্র আওয়ামীলীগ নেতা মোঃ মোশারফ হোসেন, একই গ্রামের মৃতঃ আঃ কাদেরের পুত্র বিএনপি নেতা মোঃ শাহ জাহান ও মোঃ তাজুল ইসলামের পুত্র যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দিন।

৪ নং ওয়ার্ডে সাহাপুর গ্রামের মৃতঃ কোরবান আলীর পুত্র বর্তমান কাউন্সিলর আওয়ামীলীগ নেতা মোঃ শাহাব উদ্দিন আলম, একই গ্রামের হাজী আঃ আজিজ মিছির পাটোয়ারীর ছেলে সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মোঃ মহসীন পাটোয়ারী, ঘুঘুশাল গ্রামের মোঃ আঃ মালেকের পুত্র সাংবাদিক মোঃ মাহবুব আলম, সোনাপুর গ্রামের মৃতঃ আঃ হাকিমের পুত্র বিএনপি নেতা মোঃ শাহ আলম, সোনাপুর গ্রামের মৃতঃ আঃ সাত্তারের পুত্র মোঃ শাহজালাল ও একই গ্রামের তোফায়েল আহমেদের পুত্র ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

৫ নং ওয়ার্ডে উপলতা গ্রামের মৃত বিভূরঞ্জণ দের পুত্র বর্তমান কাউন্সিলর প্রহল্লাদ দে, একই গ্রামের মৃত মহব্বত আলী সর্দারের পুত্র সাবেক কাউন্সিলর মোঃ রুস্তম আলী, মৃত জাফর আলীর পুত্র দলিল লিখক মোঃ ইউসুফ আলী মিয়াজী ও মৃত সুবেদার সিরাজুল হকের পুত্র সাবেক কাউন্সিলর মোঃ আবুল খায়ের।

৬ নং ওয়ার্ডে শ্রীপুর গ্রামের মৃতঃ হাজী আঃ হালিম কাজীর পুত্র বর্তমান কাউন্সিলর কাজী আঃ কুদ্দুছ রানা, একই গ্রামের মৃতঃ আলী আশ্রাফের পুত্র ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক মোঃ মোশাররফ হোসেন (মুশু), কাজিরকাপ গ্রামের মোঃ আমিন মিয়ার পুত্র মোঃ আবুল হোসেন, একই গ্রামের মৃত রেহান উদ্দিনের পুত্র বিএনপি নেতা সফিকুর রহমান ও কাজিরনগর গ্রামের মৃত আঃ খালেক পাটোয়ারীর পুত্র মোঃ ছাদেকুর রহমান পাটোয়ারী।

৭ নং ওয়ার্ডে নিজমেহার গ্রামের মৃতঃ শের শাহ্ পাটোয়ারীর পুত্র বর্তমান কাউন্সিলর মোঃ মনিরুল ইসলাম পাটোয়ারী, একই গ্রামের আবদুস সাত্তারের পুত্র সাংবাদিক মোঃ কামরুজ্জামান সেন্টু, আনোয়ার হোসেনের পুত্র যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, মোখলেছুর রহমানের পুত্র সাবেক কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, মৃতঃ আঃ লতিফ বিশ্বাসের পুত্র মোঃ মনিরুজ্জামান বাবুল বিশ্বাস ও আবদুল মমিনের পুত্র আবুল কালাম কালু।

৮ নং ওয়ার্ডে নিজমেহার গ্রামের মৃতঃ সুলতান আহম্মদ মিয়াজীর পুত্র বর্তমান কাউন্সিলর মোঃ ছফিউল্যাহ মিয়াজী, একই গ্রামের মৃতঃ দাইমুদ্দিনের পুত্র মিজানুর রহমান, মৃতঃ বদিউজ্জামানের পুত্র আওয়ামীলীগ নেতা মোঃ কামরুজ্জামান পাটোয়ারী, মৃত আমিনুল হকের পুত্র মাইনুদ্দিন, মোঃ মফিজুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন ও আবদুর রশিদের পুত্র মোঃ কবির হোসেন।

৯ নং ওয়ার্ডে ছিখুটিয়া গ্রামের বর্তমান কাউন্সিলর বিকাশ মজুমদার, নিজমেহার গ্রামের মৃত নোয়াব আলী মোল্লার পুত্র সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মোল্লা, বাত্ত্বলা গ্রামের হাজী আঃ হাকিমের পুত্র মোঃ আজাদ হোসেন, নিজমেহার গ্রামের আরব আলী মোল্লার পুত্র আলী আজগর মোল্লা, একই গ্রামের মৃত মোঃ জালাল উদ্দিন মোল্লার পুত্র আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর আবুল কালাম মোল্লা।

১০ নং ওয়ার্ডে সেনগাঁও গ্রামের আবদুল লতিফের পুত্র বর্তমান কাউন্সিলর যুবলীগ নেতা তুষার চৌধুরী রাসেল, একই গ্রামের মোঃ আলী আকবরের পুত্র আওয়ামীলীগ নেতা মোঃ আঃ জলিল, মৃত আমিন উদ্দিনের পুত্র বিএনপি নেতা হাজী আঃ ছাত্তার ও মৃত ইমাম হোসাইনের পুত্র মোঃ মাসুদ আলম।

১১ নং ওয়ার্ডে কৃষ্ণপুর গ্রামের মৃত ইয়াকুব আলী পাটোয়ারীর পুত্র বর্তমান কাউন্সিলর নাজির হোসেন পাটোয়ারি, ভাটুনী খোলা গ্রামের আফাজ উদ্দিন পাটোয়ারীর পুত্র ওহাব আলী পাটোয়ারী, একই গ্রামের মৃতঃ ছায়েদ আলী গাজীর পুত্র আমীর হোসেন গাজী, দিল আহম্মেদের পুত্র আবুল কাশেম মুন্সী, জয়নাল আবেদীনের পুত্র মোঃ কামাল হোসেন, মৃতঃ আঃ রবের পুত্র মোঃ আমীর হোসেন, কৃষ্ণপুর গ্রামের মৃতঃ শামছুল হক পাটোয়ারীর পুত্র মোঃ জহিরুল ইসলাম, ভাটুনী খোলা গ্রামের মৃতঃ আঃ মতিন জমদ্দারের পুত্র মোঃ মিজানুর রহমান জমদ্দার ও একই গ্রামের মৃতঃ আম্বর আলী গাজীর পুত্র মোঃ হানিফ গাজী।

১২ নং ওয়ার্ডে নোয়াগাঁও গ্রামের মৃতঃ তরবন আলী পাটোয়ারীর পুত্র বর্তমান কাউন্সিলর মোঃ আবুল হোসেন, বিশারা বাড়ি গ্রামের মৃত আঃ আজিজের পুত্র আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ও নোয়াগাঁও গ্রামের মৃতঃ সুলতান আহম্মেদের পুত্র সালেহ আহমেদ।

এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসনে ১২ জন মহিলা প্রার্থীতা ঘোষণা ও মাঠ চষে বেড়াচ্ছেন।

প্রতিবেদক:মো.জামাল হোসেন,১৯ জানুয়ারি ২০২১

Share