শাহরাস্তি

শাহরাস্তি পৌরসভার ৩২টি সড়কের উন্নয়ন কাজ একযোগে উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার অভ্যন্তরে একযোগে ৩২টি সড়কের উন্নয়ন,পুনর্বাসন ও মেরামত কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি)আসনের সাংসদ ও সংসদীয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেজর(অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

শনিবার সকাল ১০টায় পৌর এলাকার মেজর (অব.)রফিকুল ইসলাম বীর উত্তম সড়কে ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন। এ সময় সেখানে শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ,শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদ উল্লা চৌধুরী,সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু,প্যানেল মেয়র বাহাউদ্দিন বাহার প্রমুখ।

পৌর মেয়র আব্দুল লতিফ বলেন, শাহরাস্তি পৌরসভার দায়িত্ব পেয়ে গত প্রায় ২ বছরে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্যের সহযোগিতায় ৫ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থাসহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে।

এছাড়া বর্তমানে দাতা সংস্থা কর্তৃক বরাদ্দকৃত ৯ কোটি ১ লাখ ১২ হাজার ৯৫৯ টাকা বায়ে দীর্ঘ ২৭.৭০১ কিলোমিটার এলাকায় অভ্যন্তরিন সড়কের উন্নয়নের পাশাপাশি আরও ১৯ কোটি টাকা ব্যায়ে আর্সেনিক মুক্ত ভুপৃষ্ট পানি শোধনাগার নির্মাণ করা হচ্ছে।

করেসপন্ডেন্ট
: : আপডেট, বাংলাদেশ ৮: ০৩ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ

Share