শাহরাস্তি

শাহরাস্তি পৌরসভার সাহাপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন

মোঃ মাহবুব আলম ॥
চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ড সাহাপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় টেলি কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতায়নের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পি।

পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক মোঃ শরীফ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও ওয়ার্ড কাউন্সিলর শাহাবউদ্দিন আলমের সঞ্চালনায় বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুল লতিফ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির শাহরাস্তি জোনাল ম্যানেজার মোঃ ফখরুদ্দিন, পৌর আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান বেপারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মফিজুর রহমান মজুমদার, পৌর আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য আব্দুল গফুর, উপজেলা আওয়ামী লীগ সভানেত্রী জানাহারা ইমাম। এ সময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর সকিনা বেগম, শাহিন আক্তার, যুবলীগ নেত্রী কাউন্সিলর পদপ্রার্থী রাবেয়া বসরী বকুল, রোকেয়া বেগম ও যুবলীগ নেত্রী ও মহিলা কাউন্সিলর প্রার্থী মোসাঃ জেসমিন আক্তার, যুবলীগ নেতা মোঃ শামিম হোসেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, সাহাপুর গ্রামে ৭৬ জন গ্রাহকের মাঝে এ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

প্রধান অতিথি হাজী আব্দুল লতিফ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিদ্যুতের ব্যাপক উন্নয়ন করেছে। আগামী কয়েক বছরের মধ্যে উপজেলার প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। স্থানীয় সংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। পরিশেষে স্থানীয় সংসদ সদস্য ও তাঁর সহধর্মীনির রোগ মুক্তি কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট

 

নিউজ ডেস্ক || আপডেট: ১০:০৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার

এমআরআর  

Share