শাহরাস্তি নূরানী কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

শাহরাস্তি নূরানী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শাহরাস্তি নূরানী কিন্ডারগার্ডেনের আয়োজনে কিন্ডার গার্ডেন মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

নূরানী কিন্ডারগার্টেন পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মোঃ আমির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আব্দুল কুদ্দুস রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি নূরানী কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল ইসলাম মানিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন মিয়াজী।

এ সময় উপস্থিত ছিলেন নূরানী কিন্ডার গার্ডেন পরিচালনা পর্ষদের সদস্য হাজী একরামুল হক পাটোয়ারী, অভিভাবক সদস্য মোঃ আজিজুর রহমান,মোঃ আব্দুল হক মাস্টারসহ অভিভাবক, সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন।

এ সময় বক্তারা বলেন খেলাধুলা করলে শারিরীক ও মানসিকভাবে সুস্থ সবল থাকে। ক্রীড়া শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ও জীবন ধারণের মৌলিক বিষয় সুস্বাস্থ্যের অধিকারী, মানুষ ক্রীড়ার সাথে জড়িত থাকা একান্ত জরুরি।

আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকলকে যেমন আনন্দ দিবে তেমনি ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় কাজ করবে।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: জামাল হোসেন, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

Share