শাহরাস্তিতে তীব্র গরমে লোডশেডিং যন্ত্রণা

বেশ কয়েকদিন যাবৎ সারা দেশের মতো চাঁদপুরের শাহরাস্তি উপজেলাতেও তীব্র গরম অনুভব হচ্ছে। এতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে ও অনেকই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে।

বেশ কিছু দিন যাবৎ কোনো বৃষ্টি না হওয়ার কারণে ফল-ফলাদি ও শাক সবজির উৎপাদন হুমকির মুখে।

গরমের সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। দিন-রাত সমান তালে লোডশেডিংয়ের কবলে পড়ছেন গ্রাহকরা ।

এ ব্যাপারে শাহরাস্তি উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিস চাঁদপুর টাইমসকে জানায় , লোডশেডিং থেকে উত্তরণের কোনো সু-সংবাদ আপাতত নেই।

ভারপ্রাপ্ত ডিজি এম দেবাশীষ পাল চাঁদপুর টাইমসকে জানান , চাঁদপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি গ্যাস স¦ল্পতার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। তা’ছাড়া – জাতীয়ভাবে বিদ্যুৎ সরবারহ কম থাকার কারণে লোডশেডিং হচ্ছে ।

এদিকে তাপমাত্রা নির্ণয় করার মতো কোনো দপ্তর উপজেলা পর্যায়ে না থাকার কারণে সরকারি ভাবে তথ্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানান, উপজেলা পর্যায়ে আবহাওয়া অধিদপ্তরের কোনো অফিস নেই। শাহরাস্তির তাপমাত্র বর্তমানে ৩৬ ডিগ্রী বিরাজ করছে ।

শাহরাস্তি পৌর এলাকার বাহিরে লোডশেডিং তুলনামূলক বেশি ।

মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট [/author]

Share