চাঁদপুরের শাহরাস্তি ৩ ইউনিয়ন পরিষদের উপ-নিবাচন আগামী ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর বুধবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদের বিপরীতে ৪ জন প্রাথী,২টি সাধারন সদস্য পদে ৪ জন প্রাথী মনোনয়ন পত্র জমা দেন।
মেহের দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন (আওয়ামীলীগ) মনোনীত প্রাথী মোঃ রুহুল আমিন, (বিএনপি) মনোনীত প্রাথী মোঃ মাসুদ কবির, (স্বতন্ত্র) প্রাথী কাজী জাহাঙ্গীর আলম ও (স্বতন্ত্র) প্রাথী আবদুল হান্নান।
চিতোষী পশ্চিম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন জহিরুল ইসলাম ও কামাল হোসেন। এছাড়া সুচীপাড়া দক্ষিন ইউনিয়নের সাধারন সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন মো: হুমায়ুন কবির ও মোঃ অহিদুল ইসলাম।
২৩ সেপ্টেম্বর মনোনয়ন জমাদানের শেষদিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাসেমের কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন মনোনয়ন যাচাই-বাছাই, ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার, ৪ অক্টােবর প্রতীক বরাদ্দ ও আগামী ২০ অক্টােবর মঙ্গলবার ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান সফি আহম্মেদ মিন্টুর মৃত্যুতে এ ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নিবাচন অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া চিতোষী পশ্চিম ইউপির ৭ নং ওয়ার্ডের সাধারন সদস্য শহীদুল ইসলাম ও সুচীপাড়া দক্ষিন ইউপির ৬ নং ওয়ার্ডের সাধারন সদস্য আবদুল আজিজের মৃত্যুতে এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,২৪ সেপেটম্বর ২০২০