চাঁদপুরের শাহরাস্তিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. আ. রশিদ ইন্তেকাল করেছেন। শনিবার ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন।
প্রাথমিক পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্যে ২৮ জানুয়ারি ঢাকায় প্রেরণ করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের আ. রশিদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রতিবেদক: মো জামাল হোসেন, ১ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur