উপজেলা সংবাদ

শাহরাস্তি জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি ডা. আহসান হাবিবের ইন্তেকাল

শাহরাস্তি করেসপন্ডেন্ট ।  আপডেট : ০৩:০৫ অপরাহ্ণ, ২৩ জুলাই ২০১৫, বৃহস্পতিবার

চাঁদপুর জেলার শাহরাস্তি চিতোষী পূর্ব ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. আহসান হাবিব (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বুধবার রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম ডা. আহসান হাবিব চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত মুন্সি ফয়েজ উদ্দিনের পুত্র।

মরহুমের নামাজের জানাজা বিকাল ৩ টায় মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাযার পূর্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল, মরহুমের শ্বশুর মোঃ আবুল খায়ের, মাওলানা আবুল কাশেম, ডা. মাহফুজ আলম, কাজী মাওলানা আনোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ এমরান হোসেন প্রমুখ।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মমতাজুল ইসলাম বিএসসি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ মিজানুর রহমান, মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মনির হোসেন।

মরহুমের জানাজায় ইমামতি করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

 

 চাঁদপুর টাইমস : এমএমএ/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share