শাহরাস্তির চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার ১৬ জুন সকাল ১১টায় স্কুল এন্ড কলেজ মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মো. নাজির আহমেদ বিএসসি বিএড এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেদওয়ান হোসেন সেন্টু, সাবেক পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ মামুন, আব্দুল মন্নান, সাবেক প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, সিনিয়র শিক্ষক হেলাল আহমেদ, আবুল বাসার পাটওয়ারী, খায়রুল আনাম পাটওয়ারী, একেএম মিজানুর রহমান চৌধুরি, আবু ইউছুফ খাঁন, রাবেয়া আক্তার, বাবর বাদশা, ফিরোজা আক্তার, অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ শফিকুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শেষে পরিক্ষার্থীদের উদ্দেশ্যে ও সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
প্রতিবেদক: জামাল হোসেন, ১৬ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur