উপজেলা সংবাদ

শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচন : প্রার্থী ৫৯

মো. মাহবুব আলম, শাহরাস্তি (চাঁদপুর) | আপডেট: ১০:১০ অপরাহ্ণ, ০১ আগস্ট ২০১৫, শনিবার

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন। এ নির্বাচনে ২৫ পদে মোট ৫৯জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

শনিবার (১ আগস্ট) সকালে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেয়। বিকেল ৫টায় মনোনয়নপত্র বাচাই শেষে ১৪ জন প্রার্থী বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও সাংগঠনিক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।

সভাপতি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন আঃ রহিম দেওয়ান, আঃ রব, জয়নাল আবেদীন, জাকির হোসেন, শিবলী সাজ্জাদ। সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ কুদ্দুছ, মোঃ হুমায়ন কবির। সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, জাকির হোসেন ও মোঃ বাহারুল ইসলাম। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন, রুহুল কুদ্দুছ, মোঃ কামাল হোসেন।

সাংগঠনিক সম্পাদক পদে সাহাব উদ্দিন ও কামাল হোসেনসহ মোট ৫৯জন মনোনয়ন পত্র জমা দেন। নির্বাচনে দায়িত্ব পালন করবেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি অলি আহমেদ পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি জেসমিন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির।

আগামী ৫ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ আগস্ট প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক নাজমা আক্তার, সহ সম্পাদক মঞ্জুর হোসেন ও রাশেদা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নোমান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আক্কাছ, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ হাছান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম, আইন বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, কল্যাণ ট্রাস্ট সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ শামছুদোহা মুরাদ, মোঃ আলমগীর হোসেন ও তাজুল ইসলাম।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share