চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের আদর্শ গ্রামে আদর্শ গ্রামের ৪৫ টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের প্রতিটি ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে। আপনার সন্তান পড়া লেখা করলে আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। বাল্য বিবাহ দেয়া যাবে না, কেউ যদি আঠারো বছরের নিছে মেয়েদের বিবাহ দেয় তাহলে বাবা-মা, কাজী সহ সবাইকে সাজা দেয়া হবে। মাদক সেবন ও বিক্রি যারা করে তাদের আইনের হাতে তুলে দেন।’
এসময় অন্যানের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশেকুর রহমান, ইউপি সদস্য মোঃ বেলাল মাহমুদ সহ এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মাহবুবব আলম ।। আপডটে,বাংলাদশে সময় ১০ : ৫১ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur