শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম ফরিদ উল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ মার্চ রোববার বাদ আছর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মরহুম ফরিদ উল্লাহ চৌধুরীর সহধর্মিনী বর্তমান শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালীর সভাপতিত্বে প্রধান অতিথি শাহরাস্তি-হাজিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান ভূঁইয়া। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী হুমায়ুন কবির উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আক্তারুজ্জামান মেম্বার, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু, সূচিপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহমেদ হেলাল, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, স্মৃতিচারণ করেন চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, টামটা দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান বেপারী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুল কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ইমরান মনির। আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন হরযত মাওলানা মুফতি সলিমুল্লাহ সাহেব।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ শে মার্চ বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী হূদরোগে আক্রান্ত হয়ে তার শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

প্রতিবেদক: মো. জামাল হোসেন, ২৭ মার্চ ২০২২

Share