চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির তিনটি বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন ভিন্ন কক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বুধবার কলেজে অধ্যক্ষ মো: মিজানুর রহমান ২০২১-২২ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন। ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি যদু চন্দ্র শীলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও উয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব, কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোঃ আব্দুল মান্নান ব্যাপারী, সহকারী অধ্যাপক রাহুল তারন, মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, নাছিমা চৌধুরী নিকা বড়ুয়া, শান্তনু সাহা, ফারুক আহমেদ, তানজিলা বেগম, কোহিনুর বেগম, প্রভাষক মাসুম বিল্লাহ, আহসান উল্লাহ, ইউনুছ মিজি, মেজবাহ উদ্দিনসহ সকল শিক্ষক, কর্মচারীবৃন্দ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, ‘‘কোভিড-১৯ পরিস্থিতির কারণে প্রায় দুই বছর পরে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে নিয়মিত কলেজে উপস্থিত হয়ে লেখা-পড়া চালিয়ে যেতে হবে”। তিনি আরো বলেন, “ ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজ শিক্ষার মান উন্নয়নে শ্রেষ্ঠ এ কলেজ থেকে শিক্ষার্থীরা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তোমরা সৌভাগ্যবান এমন একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পেয়েছ। আশা করি তোমরা লেখাপড়া ও সহশিক্ষা কার্যক্রম দ্বারা কলেজকে আরো এগিয়ে নিয়ে যাবে”।
প্রতিবেদক: মো. জামাল হোসেন,২ মার্চ ২০২২