চাঁদপুরের শাহরাস্তির মেহার কালীবাড়িতে সিটি ব্যাংক এর উপশাখা উদ্বোধন হয়েছে। (২৯ ডিসেম্বর) সোমবার শাহরাস্তি প্লাজার (২য় তলায়) এ ব্যাংকের উদ্বোধন হয়।
হাজীগঞ্জ সিটি ব্যাংকের ক্যাশিয়ার মুনিরা সুলতানার সঞ্চালনায় ও শাহরাস্তি উপশাখার ম্যানেজার ইলিয়াছ মজুমদার এর ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার মো: রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সিটি ব্যাংকের শাখা ম্যানেজার আল আমিন, এমএমই এরিয়া ম্যানেজার মোহাম্মদ নুরুজ্জামান, কাস্টমার সার্ভিস অফিসার আসমা আক্তার, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির সিনিয়ন যুগ্ম আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিটি ব্যাংক আস্থা, স্বচ্ছতা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের আর্থিক খাতে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।
এই উপ-শাখার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা আরও সহজে ও দ্রুত উন্নত ব্যাংকিং সেবা পাবেন বলে আমরা বিশ্বাস করি। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক অন্তর্ভুক্তিতে সিটি ব্যাংক ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এই প্রত্যাশা নিয়েই আজকের এই শুভ উদ্বোধন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সুধীমহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
২৯ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur