শাহরাস্তির মুক্তিযোদ্ধা জহিরুল হক আর নেই

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (কার্যকরী সদস্য) ও শাহরাস্তি টামটা ইউনিয়নের টামটা পাটওয়ারী বাড়ির সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল হক পাটওয়ারী ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার (২৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাষ ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭বছর। তিনি ৩ ছেলে স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার (২৪এপ্রিল) সকাল ৯টায় শহারাস্তি উপজেলার টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মো. জহিরুল হক পাটওয়ারীর নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে টামটা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল হক পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদসহ জেলা কমিটির সকল নেতৃবৃন্দ।

: আপডেট ২:৩০ এএম, ২৪ এপ্রিল ২০১৬, রোববার
ডিএইচ

Share