চাঁদপুরের শাহরাস্তি পৌর সভার ঠাঁকুর বাজার নিবাসী বাংলাদেশ সেনা বাহিনীর (অবসরপ্রাপ্ত) মেডিকেল এসিস্ট্যান্ট ডাঃ মাহফুজুল হক পাটওয়ারী শুক্রবার (৮ সেপ্টেম্বর) সাড়ে ১০ টায় বাধর্ক্যজনিত রোগে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে, ২ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাজা পূর্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাহাবউদ্দিন পাটওয়ারী, মোঃ মোজাম্মেল হোসেন পাটওয়ারী প্রমুখ।
শনিবার সাড়ে ১১ টায় শাহরাস্তি চিশতিয়া মাদ্রাসা মাঠে ১ম জানাজা ও বাদ জোহর মরহুমের পৈত্রিক বাড়ি ভাটনিখোলা পাটওয়ারী বাড়িতে ২য় জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।
প্রতিবেদক- মো. মাহবুব আলম
: আপডেট, বাংলাদেশ ১: ২০ পিএম, ০৯ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur