শাহরাস্তির জনতা উবিতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া

শাহরাস্তির জনতা উচ্চ বিদ্যালয় (মোফল্লা) এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫এপ্রিল শনিবার বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে এ দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাসুদুর রহমান পাটোয়ারী সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আলীর সার্বিক তত্ত্বাবধানে সহকারী শিক্ষক মোহাম্মদ কবির হোসেনের সঞ্চালনায়বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, অভিভাবক সদস। মোঃ মাসুদ আলম সহকারী প্রধান শিক্ষক। মোঃ এমদাদুল হক সহকারী শিক্ষক প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেনমোহাম্মদ কবির হোসেন ধর্মীয় শিক্ষক,জনতা উচ্চ বিদ্যালয় মোফল্লা।

বক্তব্য রাখেন অতিথি বৃন্দ, বিদায়ী শিক্ষার্থী ও অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আলী এবং শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রতিবেদক: জামাল হোসেন, ১৬ এপ্রিল ২০২৩

Share