চাঁদপুরে শাহরাস্তিতে চিতোষী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং উপজেলা কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ আবদুর রহিম (৫৯) ১০ জুন বুধবার আড়াইটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহ —–রাজিউন)।
তিনি স্ত্রী, ২মেয়ে,২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একই দিন রাত ৯ টায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর হাজীবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মৃতদেহ দাফন করা হবে।ওনার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির শাহরাস্তি উপজেলার উপদেষ্টা সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, সভাপতি মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃআবুল কালাম, সহ সভাপতি উপাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির,যুগ্ন সম্পাদক সহকারী অধ্যাপক রতন চন্দ্র দেবনাথসহ নেতৃবৃন্দ।
এ ছাড়া সূচীপাড়া ডিগ্রি কলেজের পক্ষ শোক প্রকাশ করেছেন অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, শিক্ষক মন্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।সবাই শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,১০ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur