Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তির ঐতিহ্যবাহী ওয়ারুক রহমানিয়ার ১২৫ বছর পূর্তি উদযাপন
ঐতিহ্যবাহী

শাহরাস্তির ঐতিহ্যবাহী ওয়ারুক রহমানিয়ার ১২৫ বছর পূর্তি উদযাপন

শাহরাস্তির ঐতিহ্যবাহী ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ১২৫বছর পূর্তি উদযাপন উপলক্ষে রজতজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী পূনমিলনী উৎসব সম্পন্ন হয়েছে। ২৫ ডিসেম্বর রবিবার দিনব্যাপী বিদ্যালয় ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ।

নবীন- প্রবীন ছাত্রদের পদচারনায় বিদ্যালয়ের ক্যাম্পাস ছিল কানায় কানায় ভর্তি। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি সেজেছে আপন আলোয় আলোকসজ্জা উৎসবের নগরীতে। দেশের বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত প্রবীন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে দিনটি উৎসবের ঢংয়ে রাঙ্গিয়েছিল।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইয়ামীন হোসেনের সভাপতিত্বে রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব:) রফিকুল ইসলাম,বীর উওম এমপি।

বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শিরিন আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইজ্ঞি: মকবুল হোসেন, প্রফেসর মোয়াজ্জেম হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক মুহাম্মদ কবীর হোসেন, সদস্য সচিব কাজী শাহ জাহান শানু।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেড.এম আনোয়ার হোসেন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, থানার অফিসার ইনচার্জ মো: শহীদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উওর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা যুবলীগের যুগ্ন:আহবায়ক ও টামটা উওর ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক দর্জি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক মো: মনির হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য আবদুর রহিম প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশের প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রতিবেদক: জামাল হোসেন, ২৫ ডিসেম্বর ২০২২