সৌদি আরবের রিয়াদের নাসিম এলাকার নাখিলে রাস্তা পারাপারের সময় গাড়ির আঘাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা আব্দুল মালেক (৪২) নিহত হন । স্থানীয় সময় গত শুক্রবার (৮ জুলাই) রাত আনুমানিক ৯.৩০টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ী চাঁদপুর জেলার শাহরাস্তির নাউড়া গ্রামে । তার পিতার নাম খলিলুর রহমান ।
নিহতের নিকট আত্মীয় ওমর ফারুক জানান, ‘তিনি রুটির (কোরছান) দোকানে কর্মরত ছিলেন। ওই দিন নাখিলে রাস্তা পারাপারের সময় এক সৌদি নাগরিকের গাড়ির আঘাতে মালেক রাস্তায় পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । বর্তমানে তার মৃতদেহ সিমোছি হাসপাতালে রাখা আছে।’
আব্দুল মালেক প্রায় দশ বছর যাবৎ সৌদি আরবে কাজ করে আসছিলেন। তিনি দুই কন্যা এবং এক পুত্র সন্তানের জনক ছিলেন।নিহতের নিকট আত্মীয়রা বাংলাদেশে লাশ প্রেরণে এবং ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের জন্য রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/sagor-chowdhury1.jpg” ] প্রতিবেদক- সাগর চৌধুরী, সৌদি আরব করেসপন্ডেন্ট [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur