চাঁদপুরের শাহরাস্তিতে ১০১ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান এর দিকনির্দেশনায় এসআই জনি কান্তি দে সংগীয় অফিসার ও ফোর্স সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টামটা নোয়া বাড়ির আব্দুর বারেক এর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন(৩২) কে একশত পিস ইয়াবা ট্যাবলেট ও নাম্বার বিহীন মোটর সাইকেল সহ টামটা দক্ষিণ ইউনিয়নস্থ্য টামটা পর্শ্চিম পাড়ার অন্তর্গত টামটা টু হরিপুরগামী কাঁচা রাস্তা হতে আটক করা হয়েছে।
এ ছাড়া থানার এস আই মোঃ সাইদুর রহমান ও সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে শাহরাস্তাধীন শোরসই পূর্ব পাড়ার নুরার বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চৌরাইশ গ্রামের মোঃ আবদুল হক এর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ রতন(৩৫)কে পাঁচশত (৫০০)গ্রাম গাঁজা সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রবা আইনে মামলা রুজু করা হয়।
আসামিদের ১৪ নভেম্বর রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক: মো.জামাল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur