Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ৮৭ জন পেলো ৪৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা
লাখ

শাহরাস্তিতে ৮৭ জন পেলো ৪৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আর্থিক চিকিৎসা সহায়তার চেক বিতরণ করছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানায়
ক্যান্সার, কিডনি, লিভার, হার্টসহ জটিল রোগে আক্রান্ত উপজেলার ৮৭ জন রোগী ৫০ হাজার টাকা করে ৪৩ লাখ ৫০ হাজার টাকার সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা পেয়েছেন। বুধবার (৯ জুলাই ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি রোগীদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

অনুষ্ঠানে জানানো হয়, বিভিন্ন সময়ে জটিল ও কঠিন রোগে আক্রান্তদের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আবেদনকৃত অনেকেই ইতোমধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাকের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, আইসিটি কর্মকর্তা শাহজাহান ও যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল আমিন। এছাড়াও অনুষ্ঠানে ৪টি এতিমখানায় ১০ লক্ষ ৮ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ৯ জুলাই ২০২৫