শাহরাস্তিতে ৭০ বোতল ফেনসিডিল নিয়ে দুই যুবক গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক দুটি অভিযানে ৭০বোতল ফেনসিডিল নিয়ে দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ ।
রোববার (৩-জুলাই) সকাল ও দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকা হতে অভিযুক্তদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে এস আই রোকন উদ্দীন, এস আই আনিসুর, সঙ্গীয় ফোর্স ওইদিন সকালে একটি পুলিশী তল্লাশি চেকপোস্ট বসায়।

ওই সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে তল্লাশি চালায়। এতে হাজীগঞ্জ উপজেলার চিতাচার গ্রামের মোঃ আব্দুল কাদেরের পুত্র মোঃ মাসুমকে ৪০ বোতল ফেনসিডিল সহ আটক করে। পরে ওইদিন দুপুরে একই স্থানে এস আই মোঃ আনিসুর রহমান ও সংগীয় ফোর্স আরেকটি বাস তল্লাশি চালায়। এতে ৩০ বোতল ফেনসিডিল সহ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজা মেহের গ্রামের মো. আবুল হাসেমের পুত্র মোস্তফা প্রকাশ মুন্নাকে(২০) আটক করে।

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলার রুজু করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।

এছাড়া মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

প্রতিবেদক: জামাল হোসেন, ৪ জুলাই ২০২২

Share