শাহরাস্তিতে ৬ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে সড়কের শৃঙ্খলা এবং যানজট সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে ও নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন একটি অভিযান চালিয়েছেন।

ওই অভিযানে ৬টি অভিযুক্ত দোকানিকে আইনের বিভিন্ন ধারায় ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গতকাল  দুপুরে উপজেলার দোয়াভাঙ্গা সূচিপাড়া সড়কের পৌর শহরের ঠাকুর ও কালিবাড়ি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই সড়কের রাস্তার উপর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের অতিরিক্ত মালামাল ও দোকানের নামে স্ট্যান্ড সাইনবোর্ড সাঁটিয়ে আসছিলেন। যেটি প্রশাসনের তরফ থেকে বারংবার নিষেধ করা শর্তেও আইনের বিধান লঙ্ঘিত হচ্ছে বিধায় এ অভিযান পরিচালনা করা হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত এ অভিযান পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।
এ সময় অভিযুক্ত দোকানিদের দন্ডবিধি, ১৮৬০, সড়ক পরিবহন আইন, ২০১৮, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ অনুযায়ী আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন,১২ জুলাই ২০২৪

Share