শাহরাস্তি

শাহরাস্তিতে ৬ জনের নমুনা সংগ্রহ : করোনামুক্ত ৫ জন

চাঁদপুর শাহরাস্তি উপজেলায় করোনা ভাইরাস সন্দেহে ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আইইডিসিআর-এ পরীক্ষায় ৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসা নিতে আসা যুবকের রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখন পর্যন্ত করোনা সন্দেহে ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এদের মধ্যে ৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ ১৫ এপ্রিল বুধবার দুপুর পর্যন্ত টামটা উত্তর ইউনিয়নের দৈলবাড়ি গ্রাম হতে করোনা উপসর্গ নিয়ে আসা ২২ বছর বয়সী যুবকের রিপোর্ট আসেনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন গণমাধ্যমকর্মী জানান, শাহরাস্তি উপজেলায় করোনা পরিস্থিতিতে ৭টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। সরকারের পক্ষ হতে চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে। তবে আরও সুরক্ষা সরঞ্জামের চাহিদা রয়েছে। তিনি বিত্তবানদের এই চাহিদা পূরণে এগিয়ে আসার আহবান জানান।

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,১৫ এপ্রিল ২০২০

Share