চাঁদপুরের শাহরাস্তিতে ৫ শ’ পিস ইয়াবাসহ চট্টগ্রামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের পাঠানো হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় ।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসএই) জনি কান্তি দে, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মাইন উদ্দিন পৌরসভার পূর্ব উপলতা এলাকায় অভিযান চালিয়ে মেহের কলেজের সামনে থেকে বটতলা অভিমুখী একটি ব্যাটারি চালিত অটোরিকশা থেকে চট্টগ্রামের ভুজপুর থানাধীন সরকার পাড়া গ্রামের মৃত আব্দুর রহিম খন্দকারের পুত্র মোঃ সালাউদ্দিন খন্দকার মিন্টুকে (৩১) গ্রেফতার করে। ওইসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের জিপারের ভেতর থেকে ৫ শ পিস ইয়াবা জব্দ করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক: জামাল হোসেন, ২৯ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur