চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিরুদ্ধে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২২ ডিসেম্বর বুধবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্যাডে জেলা সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক দর্জি, টামটা দক্ষিণ ইউনিয়নের গত নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলম ভূঁইয়া মানিক, একই ইউনিয়নে জামাল আহমেদ, সূচিপাড়া উত্তর ইউনিয়নের মাহফুজুর রহমান মিঠু এবং সাখাওয়াত হোসেনকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে দলীয় সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
তিনি সাংবাদিকদের আরো বলেন, ভবিষ্যতেও যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের জন্যেও এই ধারা অব্যাহত থাকবে। নৌকার বিরুদ্ধে দলীয় পদ-পদবী বহনকারী কারো অবস্থান মেনে নেওয়া হবে না।
স্টাফ করেসপন্ডেট