শাহরাস্তিতে ৪ ইউপি সদস্যদের শপথ গ্রহণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯ টায় মেহার উত্তর ও দক্ষিণ, টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের নব-নির্বাচিত ৩৬ ইউপি সদস্য ও ১২ মহিলা সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান ।

শপথ শেষে উপস্থিত নব-নির্বাচিত ইউপি সদস্যদের উদ্যেশে তিনি বলেন,‘আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণও সরকারের চাহিদা অনুযায়ী আপনারা কাজ করতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার সংস্কৃতি চালু করতে হবে। সকল দল মত নির্বিশেষে জনগণের পাশে দাঁড়াতে হবে।’

বর্তমান প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সময়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। সরকারের নিদের্শনা অনুযায়ী আপনাদের স্ব স্ব অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সচেতন থাকতে হবে। ভীত হওয়া যাবে না।’

জঙ্গি প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ইসলাম ধর্মকে অপব্যখ্যা দিয়ে মানুষ হত্যা করে, তাদের ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা নেই। এলাকায় জনগণকে এসকল বিষয়ে অবহিত করতে হবে। জুমার খুতবায় চলমান বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। কল সেন্টারের মাধ্যমে জনগণের সমস্যা সমাধান করা হচ্ছে। আপনারা এলাকার প্রকৃত সমস্যাগুলো কল সেন্টারে অবহিত করতে পারেন।’

About The Author

প্রতিবেদক- মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট
Share