Thursday, 16 July, 2015 03:38:17 PM
স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:
চাঁদপুরের শাহরাস্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ মৃধা বাড়ির সামনে থেকে গাঁজা পরিবহনকালে মাদক ব্যবসায়ী মো. মিলন (৩০) কে আটক করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স অটোরিক্সা থেকে নেমে যাওয়ার সময় হাতে নাতে ২০ কেজি গাঁজাসহ আটক করে।
মিলন নওগাঁ জেলার পতিœতলা গোবিন্দপুর গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদপুর টাইমসকে জানায়, ‘আটককৃত মামুন গাঁজাগুলো কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে শাহরাস্তির প্রত্যন্ত অঞ্চলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।’
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur