চাঁদপুরের শাহরাস্তিতে ১৬ শ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,১৩ মার্চ রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম, সঙ্গীয় অফিসার এস আই (নিঃ) মোঃ মহিউদ্দিন, এস আই (নিঃ) সৈকত দাশ গুপ্ত, এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন, এস আই (নিঃ) জনি কান্তি দে, এস আই (নিঃ) মোঃ আনিছুর রহমান, এএসআই (নিঃ) শোয়েব হোছাইন আখন্দ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন চাঁদপুর টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বানিয়াচৌ নামক স্থানে চেকপোস্ট ডিউটি করাকালীন সময়ে ০১ টি প্রাইভেটকার থেকে ১৬০০ পিস ফেনসিডিলসহ আসামী মোঃ জিয়া উদ্দিন রিয়াজ (৩২),পিতা-জুলফুর রহমান, সাং-জানরা, থানা-বরুড়া,জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অত্র থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ১৩ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur