চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিবাড়ী ও ওয়ারুক বাজারে ব্যবসায়িক কাগজপত্র এবং মূল্য তালিকা না থাকায় ১১ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে দুটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান বলেন, প্রথমে উপজেলার কালিবাজারে ৪টি মুদি দোকান ও ৩টি ফলের দোকান এবং পরে ওয়ারুক বাজারে ২টি ফলের দোকান ও ২টি মুদি দোকানে মূল্য তালিকা এবং ব্যবসায়িক লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়।
এছাড়াও মাহে রমজানের কারণে গোশতের দোকানসহ অন্যান্য ব্যবসায়ীদেরকে ক্রেতাদের সাথে প্রতারণা না করার জন্য মৌখিক নির্দেশনা দেয়া হয়। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur