চাঁদপুর শাহরাস্তিতে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শিবপুর বাংলা বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক মো.এমরান হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার রাত ৮ টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিএনজি চালক এমরান হোসেন শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামের নাসির মাহমুদ এর বাড়ির আবদুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিতে কোন যাত্রী ছিল না। চালক নিজে ওভারটেক করতে গিয়ে অপর দিক থেকে সিএনজি আসা মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনার কবলে পড়ে।
শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে সিএনজিটি উদ্ধার করেন।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,২৮ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur