চাঁদপুরের শাহরাস্তিতে বালু ভর্তি ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। রোববার বিকেলে ওই সড়কের উপজেলার রাঢ়া মৌলভী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বালু বোঝাই ট্রাক (কুমিল্লা ট-১১-০১৪১) বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। ওই সময় ট্রাক্টর চালকসহ ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত ট্রাক্টর চালক মোঃ সুজন (২০) সহ আহতদের উদ্ধার করে পাশ্ববর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে এ দুর্ঘটনায় প্রায় ২ ঘন্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
পরে শাহরাস্তি থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট
।। ০৮:২০ পিএম, ২৯ নভেম্বর ২০১৫, রোববার
ডিএইচ