শাহরাস্তিতে সিএনজি গাড়ি চুরির চেষ্টাকালে আটক ১

চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি গাড়ি চুরির চেষ্টাকালে ১ আসামীকে আটক করেছে থানা পুলিশ। ১মার্চ রাত আড়াইটা শাহরাস্তি পৌরসভা সুয়াপাড়া ছাদেকিয়া মাদ্রাসার পশ্চিম দিক সংলগ্নে এই ঘটনা ঘটে।

পুলিশ যানায় শাহরাস্তি থানাধীন পশ্চিম সুয়াপাড়া সাকিনে ছাদেকিয়া মাদ্রাসার পশ্চিম দিক সংলগ্ন আমির হোসেন এর বসত ঘরের সামনে উঠান হইতে সিএনজি গাড়ী চুরি করার সময় স্থানীয় লোকজন হাফিজুর রহমান (২৫), পিতা-মৃত আহাম্মদ আলী, সাং-বড় বহুলা, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জকে আটক করিয়া থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হইয়া তাহাকে গ্রেফতার করতঃ তাহার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানা মামলা রুজু করে পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শাহরাস্তি প্রতিনিধি, ২ মার্চ ২০২৪

Share