চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ মঙ্গলবার সাজাপ্রাপ্ত ৩ আসামিকে আটক করেছে। তাদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে ।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসারের সার্বিক দিক নির্দেশনায় এসআই আজাদুর রহমান ভূঁইয়া, এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
ওই সময় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামের শহিদ উল্লাহ প্রকাশ শহিদ পাটোয়ারীর পুত্র আব্দুল মান্নানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার জিআর ১৫৩/১৯ মামলায় সাজা পরোয়ানা রয়েছে।
একই ইউনিয়নের শোরসাক গ্রামের বাচ্চু মিয়া খলিফার পুত্র আরমান হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার জিআর ৬৪/২৩ মামলায় সাজা এবং জিআর ৬৩/২৩ ও ফরিদগঞ্জ থানার জিআর ১২৬/২১ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এছাড়া চিতোষী পশ্চিম ইউনিয়নের নূনিয়া বেপারী বাড়ির মৃত আবদুল ওহাবের পুত্র হাসান প্রকাশ জামালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার জিআর ১১/১৬ মামলায় সাজা পরোয়ানা রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৩০ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur