Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা
জাতির পিতার সম্মান, জাতির পিতার সম্মান

শাহরাস্তিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান, এ স্লোগানকে সামনে রেখে, কুষ্টিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

১২ ডিসেম্বর শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি উপজেলা কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ প্রতিবাদ সভা করেন।

উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মিরা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জয়নুল আবদিন, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোর্শেদুল আলম ভূঁইয়া, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা কর্মচারী, আনসার ভিডিপি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,১২ ডিসেম্বর ২০২০