দুটি কিডনি বিকল, শাহরাস্তিতে সমীরের জীবন বাঁচাতে মানবিক আর্থিক সহযোগিতার আবেদন। চিকিৎসায় ব্যয় বহুল অর্থ প্রয়োজনে চিকিৎসা নিতে পারছেন না, শাহরাস্তি পৌর ৮ নং ওয়ার্ডের অসহায় হত দরিদ্র পরিবারের সমীর। সংসারে রয়েছে স্ত্রী, দুই কন্যা শিশু। আয় করার মতো নেই ক্ষমতা ও শক্তি। বিকল কিডনি নিয়ে স্ত্রী সন্তান নিয়ে কোন মতে বেঁচে আছেন সমীর।
সমীরের সমীরের পরিবার সূত্রে জানা যায় শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিজ মেহার মহল্লার বসীন্দা মৃত গোপাল চন্দ্র দাসের ছোট ছেলে সমীর চন্দ্র দাস (৩৫) নভেম্বর ২০২১ সালে মারাত্নকভাবে অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষনিক কুমিল্লা হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নিয়ে আংশিক সুস্থ্য হয়ে বাড়ি চলে আসে। তখন ডাক্তার প্রাথমিক ভাবে পরীক্ষা নিরীক্ষার পর তার কিডনীর সমস্যা সনাক্ত হয়। তার পর তিনি ঢাকা কিডনি ফাউন্ডশনসহ বাংলাদেশের বিভিন্ন কিডনী হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে একই সমস্যা সনাক্ত হয়।
ডাক্তারের পরামর্শে ধারদেনা ও ঋণ নিয়ে এবং বিভিন্ন জনের সহায়তায় ভারত গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের সরণাপন্ন হয়ে সেখানে প্রায় ১ মাস চিকিৎসা গ্রহন করে দেশের বাড়িতে চলে আসে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার দুইটি কিডনী অকেজো অবস্থায় রয়েছে। ১ টি কিডনী জরুরী ভিত্তিতে স্থানান্তর একান্ত প্রয়োজন। তা না হলে সমীরের জীবন প্রদীপ যে কোন মুহুর্তে নিভে যেতে পারে। তার পরিবার জানান, একটি কিডনীর ব্যবস্থা করা হলেও তা স্থানান্তর করতে প্রায় ৬/৭ লাখ টাকার প্রয়োজন। এতো টাকা পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। তার পরিবারে ২ টি কন্যা শিশু রয়েছে। পিতৃ হারার ভয়ে দিন গুনছে স্ত্রী আর দুই শিশু সন্তান। অর্থ অভাবে স্ত্রী স্বামী চিকিৎসা করাতে না পেরে অবুঝ দুই শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে কেবল অশ্রু বৃন্দুই পেলছে।
আর অবুঝ দুই শিশু বাবার এমন অবস্থা বুঝতে পারছে না। বাবার কাছে বায়না ধরে, বাবা অসহায়ের মতো সন্তানদের প্রতি তাকিয়ে কাঁদছে। সমীরের পরিবারের সদস্যদের কান্না থামাতে আর সমস্যা সমাধানে সমাজের বৃত্তবানসহ সকল দানশীলরা একটু এগিয়ে আসলে হতো একটা জীবন বাঁচাতে পারলে ওই পরিবারের সদস্যার মুখে হাসি ফুটানো সম্ভব।
সমীরের জীবন বাঁচাতে মানবিক আর্থিক সহযোগিতার আবেদন। তার নগদ একাউন্ট নং- ০১৮১৬-৬৪৯০৪০ (পারসোনাল) এবং ন্যাশনাল ব্যাংক লিঃ, শাহরাস্তি শাখা, চাঁদপুর। হিসাব নং- ১২০৭০০৩৮৭২২৭৮ সহায়তা করুন।
প্রতিবেদক: জামাল হোসেন, ১০ জুন ২০২২