শাহরাস্তিতে সমাজকল্যাণ সোসাইটির সভা ও ইফতার মাহফিল

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সদর সমাজকল্যাণ সোসাইটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৬ মার্চ) শনিবার উপজেলা সদরের অবস্থিত উপজেলা সদর সমাজকল্যাণ সোসাইটির কার্যালয়ে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোসাইটির নবনির্বাচিত সভাপতি মোঃ তাজুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মুজিবুর রহমান রাজীবের সঞ্চালনায় এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান।উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ সাইফুল করিম মিনার, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার সোহাগ মজুমদার, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ফয়েজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন পাটোয়ারী, অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোঃ ইমাম হোসেন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ শীল, আইন ও মানবাধিকার সম্পাদক ডাঃ দীপক চন্দ্র শীল, সদস মোঃ দিদারুল আলমসহ শাহরাস্তি উপজেলা সদর সমাজকল্যাণ সোসাইটির সকল নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন এ সংগঠন “মানবতার কল্যাণে অঙ্গীকার বদ্ধ” একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উপজেলা সদরের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছেন। এ ধারাবাহিকতায় গরীব অসহায় পরিবারের শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে শীত কম্বল বিতরণ, বিভিন্ন সময়ে মশা নিধন কর্মসূচিসহ সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করছেন। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে সোসাইটির সকল সদস্য এবং প্রত্যেক পরিবারের সহযোগিতা কামনা করছেন।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ১৬ মার্চ ২০২৪

Share