চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় সাঈদ নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ৮ জুলাই বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উয়ারুক বাজারে মর্মান্তিক এ দুর্ঘটনায় উপজেলার খাজুলিয়া-লক্ষীপুর গ্রামের মাওলানা আবু সাঈদ (৪৩) নামের ব্যবসায়ী মারা গেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার খাজুরিয়া লক্ষীপুর গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মাওলানা আবু সাঈদ হাজীগঞ্জ বাজারে মর্ডাণ হারবাল ঔষুধ কোম্পানি ডিলারশীপ ব্যবসায় নিয়ে পরিচালনা করতেন।
বুধবার তিনি হাজীগঞ্জ হতে মোটরসাইকেল যোগে কচুয়ার নিজ বাড়িতে রওনা দিয়ে উয়ারুক বাজারে আসলে একটি বোগদাদ বাস তার মোটরসাইকেলে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনার পর বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলেসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক : জামাল হোসেন, ৮ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur