Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা ও খামারীদের মাঝে চেক-সনদপত্র প্রদান
উদ্যোক্তা

শাহরাস্তিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা ও খামারীদের মাঝে চেক-সনদপত্র প্রদান

চাঁদপুরের শাহরাস্তিতে প্রাণিসম্পদ প্রদশর্নী-২০২২ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ উদ্যোক্তা ও খামারীদের মাঝে চেক, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুর ৩টায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রর্দশনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো: আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, শাহরাস্তি পল্লী বিদ্যুৎতের জোনাল ম্যানেজার মোবারক হোসেন খাঁন প্রমুখ।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তা ও খামারীদের নগদ অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রতিবেদক: মো. জামাল হোসেন, ১৭ ফেব্রুয়ারি ২০২২