শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ সামগ্রী বিতরণ

‎Friday, ‎17 ‎July, ‎2015  02:58:48 AM

মোঃ মাহবুব আলম, শাহরাস্তি (চাঁদপুর):

শাহরাস্তি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ আলম পাইলটের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাও. আবুল হোসাইন বলেন, ‘এ দেশে কোরআনের সমাজ কায়েমের মাধ্যমে গরীব-অসহায় মেহনতি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলামী সমাজ ব্যবস্থা চালু না থাকায় গরীব দিন দিন গরীব হচ্ছে। আর ধনী দিন দিন হচ্ছে ধনী। ইসলামী ব্যবস্থা চালু হলে ৫ বছরের মধ্যে এ দেশ বিশ্বের দরবারে সম্পদশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করবে।’

এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুসলিম মিয়া, অনুষ্ঠান শেষে অতিথিরা ৪০ জন শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

Share