শাহরাস্তিতে শীতার্তদের পাশে ইউএনও নাজিয়া হোসেন
চাঁদপুরের শাহরাস্তিতে শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। তীব্র শীতপ্রবাহে ক্ষতিগ্রস্ত অসহায় ও স্বল্পআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে শাহরাস্তি উপজেলা প্রশাসন।
(১ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে হিজড়াদের মাঝে কম্বল তুলে দেন এবং উপজেলার বিভিন্ন এলাকার গরিব, দুস্থ ও আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন নিজে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
শাহরাস্তি উপজেলার বসবাসরত হিজড়াদের মাঝে কম্বল বিতরণ করেন এবং শীতের কষ্টে থাকা মানুষদের খোঁজখবর নেন।
তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার প্রত্যন্ত এলাকার শীতার্ত মানুষদের চিহ্নিত করে পর্যায়ক্রমে সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
১ জানুয়ারি ২০২৬