Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে শীতার্তদের পাশে নির্বাহী অফিসার নাজিয়া হোসেন
শীতার্তদের

শাহরাস্তিতে শীতার্তদের পাশে নির্বাহী অফিসার নাজিয়া হোসেন

চাঁদপুরের শাহরাস্তিতে শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। তীব্র শীতপ্রবাহে ক্ষতিগ্রস্ত অসহায় ও স্বল্পআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে শাহরাস্তি উপজেলা প্রশাসন। (২৯ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় গরিব, দুস্থ ও আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন নিজে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। তিনি আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করেন এবং শীতের কষ্টে থাকা মানুষদের খোঁজখবর নেন।

কম্বল বিতরণকালে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা । তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার প্রত্যন্ত এলাকার শীতার্ত মানুষদের চিহ্নিত করে পর্যায়ক্রমে সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপকারভোগীরা জানান, শীতের এই সময়ে একটি কম্বল তাদের জন্য বড় সহায়তা। শীতপ্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে এমন মানবিক পদক্ষেপ আরও মানুষের উপকারে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৯ ডিসেম্বর ২০২৫