‘শাহরাস্তিতে শিক্ষার মান উন্নয়নে কাজ শুরু করবো’

মো. মাহবুব আলম :

মঙ্গলবার ১৬ জুন শাহরাস্তি উপজেলা কাঁকৈরতলা গোপাল কিবরিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জিপিএ-৫ নয়, মানসম্মত শিক্ষা লাভ করা।’

তিনি আরও বলেন, ‘ইসলামী শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা যতখানি থাকে, অন্য শিক্ষায় তা হয় না। আমাদের শিক্ষার প্রসার ঘটেছে। কিন্তু শিক্ষার মান উন্নত করতে পেরেছি কি না, তা দেখার বিষয়।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে মাত্র ২ ভাগ শিক্ষার্থী পাস করেছে। আর ফেল করেছে ৯৮ ভাগ। এতেই বুঝা যায়, আমাদের মানসম্মত শিক্ষার বিস্তার হয়নি। আমরা শাহরাস্তিতে শিক্ষার মান উন্নয়নে কাজ শুরু করবো।’

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্জ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবতেদায়ী শিক্ষক মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এমএ আউয়াল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রাক্তন প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা মনির হোসেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো. জহিরুল হক।

আপডেট: ১০:৪৭ অপরাহ্ণ,  ১৬ জুন ২০১৫, মঙ্গলবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share