চাঁদপুরের শাহরাস্তিতে আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারি শনিবার নতুন বছরের ষষ্ঠ শ্রেণির আংশিক শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্থান দাতা, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম প্রকৌশলী নুরুল ইসলাম চৌধুরীর সহধর্মিনী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ছালেহা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান। সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় সূত্র জানায় যায় সরকারি নির্দেশনা অনুযায়ী এ বছর ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। আজ ১ জানুয়ারি ষষ্ঠ শ্রেণির আংশিক শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে সরকারি নির্দেশনা অনুযায়ী বই বিতরণ করা হবে।
শাহরাস্তির রাগৈ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
শাহরাস্তির রাগৈ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের ষষ্ঠ শ্রেণির আংশিক শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। সহকারী প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল, প্রাক্তন হেডমাস্টার মনির হোসেন, অভিভাবক সদস্য শফিকুল ইসলাম মজুমদার, মানিক হোসেন, আবুল বাশারসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় সূত্র জানায় যায় সরকারি নির্দেশনা অনুযায়ী এ বছর ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। আজ ১ জানুয়ারি ষষ্ঠ শ্রেণির আংশিক শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এ বই বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে সরকারি নির্দেশনা অনুযায়ী বই বিতরণ করা হবে।
প্রতিবেদকঃ মোঃ জামাল হোসেন. ১ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur